Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন

জেনারেল সার্টিফিকেট শাখা

  • শাখার সাংগঠনিক কাঠামো
  • শাখার পরিচিতি
  • কার্যক্রম
  • নাগরিক সেবা
  • ভারপ্রাপ্ত কর্মকর্তা
  • কর্মচারীবৃন্দ
  • সভা
  • চলতি প্রকল্পসমূহ
  • শাখার ফর্মসমূহ
  • ডিজিটাল গার্ড ফাইল
  • আইন ও পলিসি
  • অন্যান্য
  • যোগাযোগ

প্রোফাইল

প্রোফাইল

জেনারেল সার্টিফিকেট শাখা, জেলা প্রশাসকের কার্যালয়, কুষ্টিয়ার প্রশাসনিক ভবনের দোতলায় উত্তরদিকে ২২৩ নং কক্ষে অবস্থিত।

প্রোফাইল

১.  দেওয়ানী আদালতের মাধ্যমে সরকারি পাওনা আদায়ে দীর্ঘসূত্রীতা, অর্থ অপচয় রোধ এবং সহজে ও অল্পসময়ে সরকারী পাওনা আদায়ের নিম্নিত্ত সবোর্পরি সরকারের উন্নয়নমূলক কমর্কান্ড অব্যাহত রাখার উদ্দেশ্য এ শাখার কাযর্ক্রম সরকারি দাবি আদায় আইন ১৯১৩ (১৯১৩ সনের ব্যাঙল এ্যাক্ট নং-৩ দ্বারা পরিচালিত হয়ে থাকে)।

২.  সেবা গ্রহীতাঃবিভিন্ন প্রত্যাশি সংস্থা।

৩.  সরকারি পাওনা বলতে নিম্নোক্ত পাওনা সমূহকে বুঝায়ঃ
      ক) ভূমি রাজস্ব;
      খ) ভূমি উন্নায়ন কর;
      গ) আবগারী কর;
      ঘ) রেজিষ্ট্রেশন ফিস;
      ঙ) জরিমানা;
      চ) সেচ কর;
      ছ) প্রবেটের উপর কোর্ট ফি;
      জ) আয়কর;
      ঝ) প্রামোদ কর;
     ঞ) বন আইন মোতাবেক সরকারী পাওনা অর্থ;
      ট) জরিপ আইন অনুসারে জরিমানা;
      ঠ) পৌরকর;
     ড) যে সকল পাওনা অন্য কোন আইনে রাজস্ব আদায় পদ্ধতিতে আদায়েযোগ্য বলে ঘোষনা করা হয়ে থাকে।

৪.  সাটির্ফিকেট মামলার বিপরীতে নগদ অর্থ সাটির্ফিকেট আদালত কতৃর্ক গ্রহণ করা হয় না।

৫.  ঋণ খেলাপিদের বিরুদ্ধে সাটির্ফিকেট মামলা রুজুর পর তাদের নামীয় ইস্যূকৃত প্রসেসরসমূহ সংশ্লিষ্ট উপজেলা নিবর্হী অফিস এবং সার্টিফিকেট শাখা জারী      কারকের মাধ্যমে ন্যুণতম ৭ কাযদিবসে জারী করা হয়ে থাকে।

 ৬.  খাতকগণের নামীয় গ্রেফতারী পরোয়ানাসমূহ থানার ভারপ্রাপ্ত কমর্কর্তাগণ কতৃর্ক তামিল করা হয়ে থাকে।

প্রোফাইল

ক্র :

নং

সেবার নাম

প্রয়োজনীয় সময় (ঘন্ট/দিন/মাস)

প্রয়োজনীয় কাগজপত্র

প্রয়োজনীয় কাগজপত্র

প্রাপ্তির স্থান

ফি/চার্জ

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

(কর্মকর্তার নাম, পদবি,

বাংলাদেশের কোড, জেলা

উপজেলা কোড সহ টেলিফোন

নম্বর , ই-মেইল

যার কাছে আপিল করা যাবে

(কর্মকর্তার নাম, পদবি,

বাংলাদেশের কোড, জেলা

উপজেলা কোড সহ টেলিফোন

নম্বর , ই-মেইল

 

সরকরি দাবি আদায়

আইন ১৯১৩ সনের

বিধান মোতাবেক

যাবতীয়

সরকারি/আধা-

সরকারি/স্বয়ত্বশাসিত

সংস্থা/প্রতিষ্ঠান

সমুহের অনাদায়ী অর্থ

আদায়।

দেনাদারের বিরুদ্ধে মামলা দায়ের করার

৩০(ত্রিশ) দিনের মধ্যে ৭ ধারা নোটিশের

মাধ্যমে সংশ্লিষ্ট দেনাদারকে দেনা

পরিশোধের জন্য অবহিত করা হয় ।

 

দাবি পরিশোধের আপত্তির ক্ষেত্রে নোটিশ

প্রাপ্তির ৩০(ত্রিশ) দিনের মধ্যে দেনাদার

জেনারেল সার্টিফিকেট অফিসার বরাবর

লিখিত আবেদন উপস্থাপন করতে পারেন।

 

উভয় পক্ষের উপস্থিতিতে আবেদন শুনানীর

ভিত্তিতে দেনাদারকে এককালীন/ কিস্তি

মোতাবেক দেনা পরিশোধের অথবা দেনা

হতে অব্যাহতি দেয়া হয়।

ক) জেনারেল সার্টিফিকেট

অফিসার বরাবর কোর্ট ফি

সংযুক্তিসহ নীল কাগজে

লিখিত আবেদন ।

 

খ) আবেদন বা

রিকুইজিশন জমা

দেওয়ার পর ৫ ধারার

পূরণকৃত ফরম

জেনারেল সার্টিফিকেট শাখা , জেলা প্রশাসকের কার্যালয় , কুষ্টিয়া

আবেদনের

সাথে ২০

(বিশ)

টাকার

কোর্ট ফি

জেনারেল সার্টিফিকেট, কর্মকর্তা

অফিসার, ফোন - +৮৮-০৭২-৬৩২৯০

ই – মেইল gcsectionkushtia@gmail.com

 

 

জেলা প্রশাসক , কুষ্টিয়া

ফোন - ০৭১ -  ৬২৩০০

ই-মেইল :

dckushtia@mopa.

gov.bd

 

 

প্রোফাইল

ছবি নাম মোবাইল
মোছাঃ মুনিরা সুলতানা 01626462399

প্রোফাইল

প্রোফাইল

প্রোফাইল

প্রোফাইল

প্রোফাইল

0

প্রোফাইল

ই-মেইল আইডি : gcsectionkushtia@gmail.com মোবাইল: 01626462399