Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন

পাতা

জেলা প্রশাসকের বাণী

মহান স্বাধীনতা সংগ্রামের সূতিকাগার, সাংস্কৃতিক রাজধানী এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বাউল সম্রাট ফকির লালন সাঁই, অমর কথাসাহিত্যিক মীর মশাররফ হোসেন আর সাংবাদিকতার পথিকৃৎ কাঙাল হরিনাথসহ অসংখ্য মনিষীর চারণ ভূমি কুষ্টিয়া জেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আধুনিক সরকার ব্যবস্থার সূচনালগ্ন থেকেই মাঠ প্রশাসন কেন্দ্রীয় সরকারের চালিকা শক্তি হিসেবে কাজ করে আসছে। রাষ্ট্রের সকল সেবা জনগণের কাছে পৌঁছানোর শতাব্দি প্রাচীন এই প্রতিষ্ঠানটি আজও স্ব-মহিমায় ভাস্বর। বিশ্বায়নের এ যুগে তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে মান সম্মত সেবা দ্রুত জনগণের দরজায় পৌঁছানো এবং একটি সম্পূর্ণ আধুনিক গণমুখী প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে জেলা ওয়েব পোর্টাল খোলা হয়েছে । আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন জেলা পোর্টাল আপনার কাছে পৌছে দেবে কুষ্টিয়া জেলার সকল তথ্য । আপনি এ তথ্য বাতায়ন থেকে আপনার কাঙ্খিত তথ্য এবং সরকারি সেবা সম্পর্কে মুহূর্তেই জানতে পারবেন আর সরাসরি যুক্ত হতে পারবেন আমাদের প্রশাসনিক কর্মকান্ডে । বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী রুপকল্প ২০২১ কে সামনে রেখে একটি গতিশীল, দক্ষ, জবাবদিহিতামূলক এবং দুর্নীতিমুক্ত প্রযুক্তি নির্ভর প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে ডিজিটাল বাংলাদেশ গঠনের মহাপরিকল্পনা গ্রহণ করেছেন। আমরাও এই পরিকল্পনা বাস্তবায়নে বদ্ধ পরিকর।

দ্রুততম সময়ে মানসম্মত সেবা প্রদান আমাদের অঙ্গীকার।

 

 

মোহাম্মদ সাইদুল ইসলাম

জেলা প্রশাসক

কুষ্টিয়া।

ছবি


সংযুক্তি


সংযুক্তি (একাধিক)