Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন

পাতা

তথ্য ও প্রযুক্তি

অনলাইনে ইউনিয়ন ডিজিটাল সেন্টার মনিটরিং এবং অনলাইনে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের আয়ের তথ্য সংগ্রহ করে জেলার মাসিক আয়ের রিপোর্ট তৈরি করা।

জেলার ৬৫টি ইউনিয়নের অনলাইনে জন্ম ও মৃত্যু নিবন্ধনের তথ্য সংক্রহ এবং মাসিক জন্ম ও মৃত্যু নিবন্ধন রিপোর্ট প্রস্তুত করা হয়ে থাকে। তাৎক্ষণিকভাবে অনলাইনে রিপোর্ট প্রদান করা সম্ভব। কুষ্টিয়া জেলা প্রশাসন ‘ফেসবুক পেজ’ ও ‘ফেসবুক লাইভে’র মাধ্যমে সাধারণ জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হচ্ছে। এর মূল লক্ষ্যই হচ্ছে- জনগণের যেকোন সমস্যা সমাধানে এগিয়ে আসা। জেলা প্রশাসনের এই উদ্যোগ ব্যাপক সাড়া ফেলেছে কুষ্টিয়ায়। জেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনও ফেসবুক লাইভের মাধ্যমে সমাজের বিভিন্ন অসঙ্গতি, সমস্যা, সম্ভাবনা, দুর্নীতি, ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধের কাহিনী তুলে ধরছে।

ই-নথির ১০০% কার্যক্রম চলমান রয়েছে।

ছবি


সংযুক্তি


সংযুক্তি (একাধিক)