Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন


শাখার নামঃসার্বিক , সংস্থাপন
নাগরিক সেবা

0


শাখার নামঃসার্বিক , ট্রেজারী
নাগরিক সেবা

সরকার কর্তৃক লাইসেন্সধারী ভেন্ডারগণ ট্রেজারি চালানের মাধ্যমে সংশ্লিষ্ট খাতে প্রয়োজনীয় অর্থ জমা প্রদান পূর্বক নন-জুডিসিয়াল স্ট্যাম্প ও কোর্ট ফি এ শাখা হতে সরবরাহ গ্রহণ করে। সাধারণ মানুষ ভেন্ডারদের নিকট হতে উক্ত স্ট্যাম্প ও কোট ফি সংগ্রহ করে তাৎক্ষনিক ভাবে নাগরিক সেবা ভোগ করে থাকেন।


শাখার নামঃআইসিটি , আইসিটি শাখা
নাগরিক সেবা

0

১।   সেবাগ্রহীতা সেবা গ্রহণের জন্য ই-সেবা কেন্দ্রে আসেন এবং প্রথমে তার নাম, ঠিকানা ও মোবাইল নম্বর নির্ধারিত রেজিস্টারে এন্ট্রি করা হয়।

২।  এরপর সেবাগ্রহীতা তার আবেদনটি নিয়ে নির্ধারিত কাউন্টারে জমা প্রদান করেন। সংশ্লিষ্ট কর্মচারী কর্তৃক আবেদনটি গ্রহণ করে তা কম্পিউটারে (ই-নথি সিস্টেমে/ডিআরআর সিস্টেমে) এন্ট্রি শেষে সেবা গ্রহীততাকে POS প্রিন্টেড একটি স্লিপ সরবরাহ করা হয়।

৩।  জমির পর্চা প্রাপ্তির আবেদনের ক্ষেত্রে আবেদনকারী আবেদনের সহিত ২০/- টাকার কোর্ট ফি সংযুক্ত করে আবেদনপত্র নিজের ঠিকানা সম্বলিত ফেরত খামসহ কাউন্টারে জমা প্রদান করবেন। পর্চা প্রদানের তারিখ রিসিভ কপিতে উল্লেখ থাকবে। সেবাগ্রহীতা  উল্লেখিত তারিখের মধ্যে ফেরত খামে উল্লেখিত ঠিকানায় পোস্ট অফিসের মাধ্যমে পর্চার ডেলিভারি গ্রহণ করবেন।

 

৪।   সেবা গ্রহীতাকে সেবা প্রদানের পর একটি সন্তুষ্টি কার্ড সরবরাহ করা হয়। সেটিতে তার মতামত লিখে নির্দিষ্ট বক্সে রেখে যাবেন।


শাখার নামঃস্থানীয় সরকার
নাগরিক সেবা

0


শাখার নামঃরাজস্ব , এসএ
নাগরিক সেবা

ক্রমিক নং

সেবার নাম

সেবা প্রদানের সর্বোচ্চ সময়

প্রয়োজনীয় কাগজপত্র

প্রয়োজনীয় কাগজপত্র/ আবেদন ফরম প্রাপ্তির স্থান

সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি

(যদি থাকে)

শাখার নামসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পদবী, রুম নম্বর, জেলা/ উপজেলার কোড, অফিসিয়াল টেলিফোন ও ই-মেইল

ঊর্দ্ধতন কর্মকর্তা পদবী, রুম নম্বর জেলা/ উপজেলার কোডসহ, অফিসিয়াল টেলিফোন ও ই-মেইল

০১

কৃষি খাস জমি বন্দোবস্ত প্রদান

আইনে নির্ধারিত সময়

(ক) নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

(খ) ভূমিহীন সনদ পত্র।

(গ) ছবি, জাতীয় পরিচয়পত্র/ নাগরিকত্ব সনদের সত্যায়িত কপি।

(ঘ) আবেদন পত্রের সাথে সকল কাগজ পত্র সংশিস্নষ্ট সহকারী কমিশনার(ভূমি) অফিসে দাখিল করতে হবে

(ঙ) আবেদপত্র পাবার পর ০১ মাসের মধ্যে তদন্ত করে উপজেলা কৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটির সভায় উপস্থাপন পূর্বক বন্দোবস্ত কেসনথি সৃজন পূর্বক  উপজেলা  নির্বাহী অফিসার এর নিকট পেশ করবেন।

(চ) উপজেলা নির্বাহী অফিসার প্রস্তাব পাওয়ার  ২১ দিনের মধ্যে  জেলা প্রশাসকের নিকট প্রেরণ করবেন ।

(ছ) জেলা প্রশাসক প্রস্তাব পাওয়ার ৩০ দিনের মধ্যে জেলা খাস জমি বন্দোবসত্ম কমিটির সভায় পেশ করবেন এবং জেলা কমিটির  সিদ্ধান্ত ক্রমে অনমোদন করতঃ সহকারী কমিশনার (ভূমি) এর নিকট ফেরত পাঠাবেন।

১। উপজেলা ভূমি অফিস।

 ২। জেলা প্রশাসকের কার্যালয়, (রাজস্ব) শাখা।

৩।  জেলা প্রশাসক, কুষ্টিয়া  মহোদয়ের ওয়েব সাইড www.kushtia.

gov.bd -তে ফরম পাওয়া যেতে পারে।

                                

বিনামুল্যে

 রেভিনিউ ডেপুটি কালেক্টর,

কুষ্টিয়া। রুম নম্বর- ২২২

ফোন: +৮৮০৭১-৬২৩১০

মোবা : +৮৮০১৭৩০৪৭৩৬৩৮

ই-মেইল-dckushtia.sasec

@gmail.com

 

১। জেলা প্রশাসক, কুষ্টিয়া।

রম্নম নম্বর- ২০১

ফোন নং- +৮৮ ০৭১-৬২৩০০

ই-মেইল- dckushtia@mopa.gov.bd

 

২। অতিরিক্ত জেলা প্রশাসক (রাঃ)

কুষ্টিয়া, রুম নম্বর-২২৮

ফোন নং- +৮৮ ০৭১-৬২৩০৭

ই-মেইল- adcrevkushtia@mopa.gov.bd

 

 

 

 

 

 

 

 

 

 

 

০২

সায়রাত মহাল ব্যবস্থাপনা ও ইজারা প্রদান (ক)জলমহাল

সরকারি জলমহাল নীতিমালা  ২০০৯ অনুযায়ী

(ক) নির্ধারিত আবেদন  ফরম(সিডিউল)।

(খ) রেজিঃ মৎস্যজীবী সমবায় সমিতির প্রমাণপত্র।

(গ) সরকার নির্ধারিত ফি দিয়েআবেদন ফরম(সিডিউল) ক্রয় করতে হয়।

(ঘ) প্রতি বছর বাংলা ০১ মাঘ হতে ইজারা কার্যক্রম শুরু হয়।

(ঙ) জেলা জল মহাল ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে যাচাই বাছাই অন্তে সর্বোচ্চ দরদাতার অনুকুলে ইজারা প্রদান করা হয়।

রাজস্ব শাখা,জেলা প্রশাসকের কার্যালয়,

কুষ্টিয়া হতে।

সরকার নির্ধারিত ফি/চার্জ

 রেভিনিউ ডেপুটি কালেক্টর,

কুষ্টিয়া। রুম নম্বর- ২২২

ফোন: +৮৮০৭১-৬২৩১০

মোবা : +৮৮০১৭৩০৪৭৩৬৩৮

ই-মেইল-dckushtia.sasec

@gmail.com

 

১। জেলা প্রশাসক, কুষ্টিয়া।

রম্নম নম্বর- ২০১

ফোন নং- +৮৮ ০৭১-৬২৩০০

ই-মেইল- dckushtia@mopa.gov.bd

 

২। অতিরিক্ত জেলা প্রশাসক (রাঃ)

কুষ্টিয়া, রুম নম্বর-২২৮

ফোন নং- +৮৮ ০৭১-৬২৩০৭

ই-মেইল- adcrevkushtia@mopa.gov.bd

 

 

 

 

 

 

 

 

 

 

 

০৩

(খ) বালু মহাল

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০এবং বালু ও মাটি ব্যবস্থাপনা বিধিমালা, ২০১১ অনুযায়ী

(ক) নির্ধারিত আবেদন  ফরম(সিডিউল)।

(খ) সরকার নির্ধারিত ফি দিয়ে আবেদন ফরম(সিডিউল) ক্রয় করতে হয়।

(গ) ইজারা দরপত্রে অংশ গ্রহণের পূর্বেই তালিকা ভুক্তিতে নাম অন্তভুক্ত করতে হয়।

(ঘ)  জেলা বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে যাচাই বাছাই অমেত্ম সর্বোচ্চ দরদাতার অনুকূলে ইজারা প্রদান করা হয়।

রাজস্ব শাখা,জেলা প্রশাসকের কার্যালয়,

কুষ্টিয়া হতে পাওয়া যায়।

সরকার নির্ধারিত ফি/চাজ

রেভিনিউ ডেপুটি কালেক্টর,

কুষ্টিয়া। রুম নম্বর- ২২২

ফোন: +৮৮০৭১-৬২৩১০

মোবা : +৮৮০১৭৩০৪৭৩৬৩৮

ই-মেইল-dckushtia.sasec

@gmail.com

 

 

-ঐ-

 

ক্রমিক নং

সেবার নাম

সেবা প্রদানের সর্বোচ্চ সময়

প্রয়োজনীয় কাগজপত্র

প্রয়োজনীয় কাগজপত্র/ আবেদন ফরম প্রাপ্তির স্থান

সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি

(যদি থাকে)

শাখার নামসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পদবী, রম্নম নম্বর, জেলা/ উপজেলার কোড, অফিসিয়াল টেলিফোন ও ই-মেইল

ঊর্দ্ধতন কর্মকর্তা পদবী, রম্নম নম্বর জেলা/ উপজেলার কোডসহ, অফিসিয়াল টেলিফোন ও ই-মেইল

০৪

অকৃষি খাস জমি বন্দোবসত্ম প্রদান

৩০ কার্য দিবস

(১) নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

(২)  জাতীয় পরিচয়পত্র/ নাগরিকত্ব সনদ/জন্ম সনদের সত্যায়িত কপি।

(৩) ইউপি চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত পাসপোর্ট সাইজের  ১(এক) কপি সদ্যতোলা রঙ্গীন ছবি

(৪) জমির তপসিল (উল্লেখপূর্বক)

২। জেলা প্রশাসকের কার্যালয়, (রাজস্ব) শাখা অথবা  জেলা প্রশাসক, কুষ্টিয়া  মহোদয়ের ওয়েব সাইড www.kushtia.

gov.bd -তে ফরম পাওয়া যাবে।

                                

আবেদনে ২০/- টাকা মূল্যমানের কোর্ট ফি

 রেভিনিউ ডেপুটি কালেক্টর,

কুষ্টিয়া। রুম নম্বর- ২২২

ফোন: +৮৮০৭১-৬২৩১০

মোবা : +৮৮০১৭৩০৪৭৩৬৩৮

ই-মেইল-dckushtia.sasec

@gmail.com

 

১। জেলা প্রশাসক, কুষ্টিয়া।

রম্নম নম্বর- ২০১

ফোন নং- +৮৮ ০৭১-৬২৩০০

ই-মেইল- dckushtia@mopa.gov.bd

 

২। অতিরিক্ত জেলা প্রশাসক (রাঃ)

কুষ্টিয়া, রম্নম নম্বর-২২৮

ফোন নং- +৮৮ ০৭১-৬২৩০৭

ই-মেইল- adcrevkushtia@mopa.gov.bd

 

 

 

 

 

 

 

 

 

 

 

ক.  ভিত্তিক প্রযোজ্য :

(১) সরকারি সংস্থার ক্ষেত্রে

i) সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রশাসনিক অনুমোদন

ii) অর্থের সংস্থান (বাজেট বরাদ্দ/ প্রকল্প দাখিল ইত্যাদি)

নিয়ন্ত্রকারী মন্ত্রণালয় হতে প্রশাসনিক অনুমোদন পত্র এবং বাজেট বরাদ্দের কপি

আবেদনে ২০/- টাকা মূল্যমানের কোর্ট ফি

২. ধর্মীয় স্থাপনার ক্ষেত্রে  :

i) স্থানীয় সরকার সংস্থার (ইউনিয়ন/ পৌরসভা/সিটি কপোরেশনের ছাড়পত্র

ইউনিয়ন/পৌরসভা/সিটি কপোরেশনের কার্যালয়

৩. শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে   :

i)স্কুলের প্রশাসনেক অনুমোদনপত্র

ii) স্কুল কমিটির রেজুলেশন

আবেদনকারী দাখিল করবেন।

৪. প্রাকৃতিক দূর্যোগজনিত কারনে ক্ষত্রিগ্রস্থ পরিবারের ক্ষেত্রে-

i) সকল প্রয়োজনীয় কাগজপত্র

আবেদনকারী দাখিল করবেন।

৫. বিশিষ্ট শিক্ষাবিদ,কবি,সাহিত্যিক বা জাতীয় পর্যায়ে নিজ অবদানের জন্য বিশেষভাবে স্বীকৃত ব্যক্তির ক্ষেত্রে

i) সরকার প্রধানের অনুমতি

সরকার প্রধানের অনুমোদনপত্র আবেদনকারী দাখিল করবেন।

৬. প্রবাসিদের সমবায় সমিতির মাধ্যমে বহুতল ভরন নির্মাণ ক্ষেত্রে

i) আর্থিক সক্ষমতা (ব্যাংক স্টেটমেন্ট/আয়কর সংক্রামত্ম কাগজপত্র ইত্যাদি)

ii) সমবায় সমিতির কাগজপত্র

iii) প্রসত্মাবিত জমির সন্নিকটে বিধিবদ্ধ সংস্থা অফিস থাকলে তার অনাপত্তিপত্র

 

৭. গবাদি পশু বা দুগ্ধখামার,হাসমুরগি খামার স্থাপনের ক্ষেত্রে

i) আর্থিক সক্ষমতা (ব্যাংক স্টেটমেন্ট/আয়কর সংক্রমত্ম কাগজপত্র ইত্যাদি)

ii) প্রকল্পের বিবরণী ও বাসত্মবায়নের সম্ভাব্যতা প্রতিবেদন।

 

 

 

ক্রমিক নং

সেবার নাম

সেবা প্রদানের সর্বোচ্চ সময়

প্রয়োজনীয় কাগজপত্র

প্রয়োজনীয় কাগজপত্র/ আবেদন ফরম প্রাপ্তির স্থান

সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি

(যদি থাকে)

শাখার নামসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পদবী, রুম নম্বর, জেলা/ উপজেলার কোড, অফিসিয়াল টেলিফোন ও ই-মেইল

ঊর্দ্ধতন কর্মকর্তা পদবী, রম্নম নম্বর জেলা/ উপজেলার কোডসহ, অফিসিয়াল টেলিফোন ও ই-মেইল

০৪

অকৃষি খাস জমি বন্দোবসত্ম প্রদান

৩০ কার্য দিবস

৮. শিল্প কারখানা স্থাপনের ক্ষেত্রে-

 i) আর্থিক সক্ষমতা  (ব্যাংক স্টেটমেন্ট/আয়কর সংক্রমত্ম কাগজপত্র ইত্যাদি)

ii) পূর্ণাঙ্গ ইনভেষ্টমেন্ট সিডিউল,

iii) যথাযথ কর্তৃপক্ষের ছাড়পত্র/সুপারিশ( যেমন-পরিবেশ অধিদপ্তর,পর্যটন কর্তৃপক্ষ ইত্যাদি)

আবেদনকারী দাখিল করবেন।

 

পরিবেশ অধিদপ্তর, পর্যটন কর্তৃপক্ষ

 

 

 রেভিনিউ ডেপুটি কালেক্টর,

কুষ্টিয়া। রুম নম্বর- ২২২

ফোন: +৮৮০৭১-৬২৩১০

মোবা : +৮৮০১৭৩০৪৭৩৬৩৮

ই-মেইল-dckushtia.sasec

@gmail.com

 

১। জেলা প্রশাসক, কুষ্টিয়া।

রম্নম নম্বর- ২০১

ফোন নং- +৮৮ ০৭১-৬২৩০০

ই-মেইল- dckushtia@mopa.gov.bd

 

২। অতিরিক্ত জেলা প্রশাসক (রাঃ)

কুষ্টিয়া, রম্নম নম্বর-২২৮

ফোন নং- +৮৮ ০৭১-৬২৩০৭

ই-মেইল- adcrevkushtia@mopa.gov.bd

 

 

 

 

 

 

 

 

 

 

 

০৫

অর্পিত সম্পত্তি লিজ নবায়ন সংক্রান্ত

৭দিন

বাৎসরিক লিজ নবায়নের জন্য :

১। আবেদনপত্র

আবেদনকারী

আবেদনে ২০/- টাকা মূল্যমানের কোর্ট ফি

২। ছবি

আবেদনকারী

৩। কোর্ট ফি

ভেন্ডর/ট্রেজারি অফিস

৪। মোবাইল নম্বর

আবেদনকারী

 পাকা ঘর নির্মাণ না করার জন্য :

৫। অঙ্গীকার নামা

আবেদনকারী

নাম পরিবর্তনের জন্য :

৬। নাগরিকত্বের সনদপত্র

পৌরসভা/ইউনিয়ন পরিষদ

৭। জন্মনিবন্ধন

পৌরসভা/ইউনিয়ন পরিষদ

৮। ওয়ারিশান সনদপত্র

পৌরসভা/ইউনিয়ন পরিষদ

 

 

ক্রমিক নং

সেবার নাম

প্রয়োজনীয় সময় (ঘন্টা/দিন/মাস)

প্রয়োজনীয় কাগজপত্র

প্রয়োজনীয় কাগজপত্র প্রাপ্তির স্থান

ফি/চার্জ

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (কর্মকর্তারনাম,পদবী, বাংলা দেশের কোড,জেলা/উপজেলা কোডসহ টেলিফোন ও ই-মেইল)

ঊর্দ্ধতন কর্মকর্তা যার কাছে আপীল করাযাবে(কর্মকর্তারনাম,পদবী,বাংলাদেশের কোড, জেলা/উপজেলা কোডসহ টেলিফোন ও ই-মেইল)

১২

জলমহাল ইজারা প্রদান

০৩(তিন)মাস

(ক) নির্ধারিত আবেদন  ফরম(সিডিউল)।

(খ) রেজিঃ মৎস্যজীবী সমবায় সমিতির প্রমাণপত্র।

(গ) সরকার নির্ধারিত ফি দিয়েআবেদন ফরম(সিডিউল) ক্রয় করতে হয়।

(ঘ) প্রতি বছর বাংলা ০১ মাঘ হতে ইজারা কার্যক্রম শুরম্ন হয়।

(ঙ) জেলা জল মহাল ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে যাচাই বাছাই অমেত্ম সর্বোচ্চ দরদাতার অনুকুলে ইজারা প্রদান করা হয়।

রাজস্ব শাখা,জেলা প্রশাসকের কার্যালয়,

কুষ্টিয়া হতে।

সরকার নির্ধারিত ফি/চার্জ

রেভিনিউ ডেপুটি কালেক্টর,

কুষ্টিয়া।

ফোন-০৭১-৬২৩১০

মোবা : +৮৮০১৭৩০৪৭৩৬৩৮

ই-মেইল-dckushtia.sasec

@gmail.com

অতিরিক্ত জেলা প্রশাসক(রাঃ)

কুষ্টিয়া, 

ফোন নং- ০৭১-৬২৩০০

মোবা : +৮৮০১৭৩০৪৭৩৬৩৮

ই-মেইল- adcrevkushtia@mopa.gov.bd

 

 

১৩

জলমহাল ইজারা নবায়ন

০৩(তিন)মাস

প্রতি বছর বাংলা ১৫ চৈত্র -এর মধ্যে ইজারা মূল্য, ইজারা মূল্যের ১৫% ভ্যাট ও ইজারা মূল্যের ৫% আয়কর স্ব-স্ব চালানের মাধ্যমে জমা প্রদান পূর্বক পরবর্তী বছরের জন্য নবায়ন করা হয়। শেষ বছরের নবায়নের সময় জামানত বাবদ জমাকৃত সিডি/পে-অডার সমন্বয় করা হয়।

 

 

 

রেভিনিউ ডেপুটি কালেক্টর,

কুষ্টিয়া।

ফোন-০৭১-৬২৩১০

মাবা : +৮৮০১৭৩০৪৭৩৬৩৮

ই-মেইল-dckushtia.sasec

@gmail.com

-ঐ-

১৪

বালু মহাল ইজারা প্রদান

০৩(তিন)মাস

(ক) নির্ধারিত আবেদন  ফরম(সিডিউল)।

(খ) সরকার নির্ধারিত ফি দিয়ে আবেদন ফরম(সিডিউল) ক্রয় করতে হয়।

(গ) ইজারা দরপত্রে অংশ গ্রহণের পূর্বেই তালিকা ভুক্তিতে নাম অমত্মর্ভুক্ত করতে হয়।

(ঘ)  জেলা বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে যাচাই বাছাই অমেত্ম সর্বোচ্চ দরদাতার অনুকূলে ইজারা প্রদান করা হয়।

রাজস্ব শাখা,জেলা প্রশাসকের কার্যালয়,

কুষ্টিয়া হতে।

সরকার নির্ধারিত ফি/চাজ

রেভিনিউ ডেপুটি কালেক্টর,

কুষ্টিয়া।

ফোন-০৭১-৬২৩১০

মাবা : +৮৮০১৭৩০৪৭৩৬৩৮

ই-মেইল-dckushtia.sasec

@gmail.com

-ঐ-

১৫

বালু মহাল ইজারা নবায়ন

০৩(তিন)মাস

(ক) বালু মহাল এক বছরের জন্য ইজারা প্রদান করা হয়। নবায়নের প্রয়োজন হয় না

(খ) শুধুমাত্র লাইসেন্সধারীগণ ব্যক্তি/প্রতিষ্ঠান ইজারা ডাকে অংশ গ্রহণ করতে পারবেন।

 

 

 

রেভিনিউ ডেপুটি কালেক্টর,

কুষ্টিয়া।

ফোন-০৭১-৬২৩১০

মাবা : +৮৮০১৭৩০৪৭৩৬৩৮

ই-মেইল-dckushtia.sasec

@gmail.com

-ঐ-

১৬

হাট বাজারের চান্দিনাভিটির লাইসেন্স প্রদান

০২(দুই)মাস

(ক) আবেদনকারী কে ট্রের্ড লাইসেন্স, নাগরিক সনদ পত্র এবং ছবিসহ সাদা কাগজে (২০/- টাকার) কোর্ট ফিসহ উপজেলা ভূমি অফিসে আবেদন করতে হয়।

(খ) প্রাপ্ত আবেদন পত্রটি তদমত্ম করে সঠিক পাওয়া গেলে সহকারী কমিশনার(ভূমি) নথি সৃজন করে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেরণ করবেন

(গ) প্রত্যেক আবেদনকারীকে সর্বোচ্চ ০.০০৫০ একর জমি বানিজ্যিক বন্দোবসত্ম প্রসত্মাব জেলা প্রশাসক অনুমোদন করে নথি রাজস্ব আদায়ের জন্য উপজেলা ভূমি অফিসে প্রেরণ করবেন।

(ঘ) একই পরিবারের একাধিক সদস্যগণ আবেদন করতে পারবেন না।

 

 

রেভিনিউ ডেপুটি কালেক্টর,

কুষ্টিয়া।

ফোন-০৭১-৬২৩১০

মাবা : +৮৮০১৭৩০৪৭৩৬৩৮

ই-মেইল-dckushtia.sasec

@gmail.com

-ঐ-

১৭

হাট বাজারের চান্দিনা ভিটির লাইসেন্স নবায়ন

০২(দুই)মাস

প্রতি বছর সহকারী কমিশনার(ভূমি) ধার্যকৃত রাজস্ব আদায় করে লাইসেন্স নবায়ন করে দিবেন।

 

 

রেভিনিউ ডেপুটি কালেক্টর,

কুষ্টিয়া।

ফোন-০৭১-৬২৩১০

মাবা : +৮৮০১৭৩০৪৭৩৬৩৮

ই-মেইল-dckushtia.sasec

@gmail.com

-ঐ-


শাখার নামঃরেকর্ডরুম
নাগরিক সেবা

খতিয়ানের ও বিভিন্ন কেস নথির সার্টিফাইড কপি, মৌজা ম্যাপ সরবরাহ ও  বিভিন্ন তথ্য প্রদান।রেকর্ডরুম, জেলা প্রশাসকের কার্যালয়, কুষ্টিয়া।

ক্রমিক

 

সেবার নাম

সেবা প্রদানে সর্বোচ্চ সময়

প্রয়োজনীয় কাগজপত্র

প্রয়োজনীয় কাগজপত্র/ আবেদন ফরম প্রাপ্তিরস্থান

সেবা মূল্য এবং পরিশোধ পদ্ধতি (যদি থাকে)

শাখার নামসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পদবী, রুম নম্বর, জেলা/ উপজেলার কোড, অফিশিয়াল টেলিফোন ও ইমেইল

 

উর্ধ্বতন কর্মকর্তা কর্মকর্তার পদবী,

রুম নম্বর, জেলা/ উপজেলার কোড, অফিশিয়াল টেলিফোন ও ইমেইল

সি.এস/এস.এ/আর.এস খতিয়ানের সহিমহরার নকল সরবরাহ

১০ কার্য দিবস

সাদা কাগজে আবেদন করে জেলা ই-সেবা কেন্দ্রে জমা দিতে হবে। ই-সেবা কেন্দ্র হতে সরবরাহের তারিখ উল্লেখ করে রশিদ প্রদান করা হয়।

প্রয়োজনীয় কোর্ট ফি অনুমোদিত স্ট্যাম্প ভেন্ডারের নিকট পাওয়া যাবে।

২০/- টাকার

কোর্ট ফি সংযুক্ত করতে হয়।

  সহকারী কমিশনার, রেকর্ডরুম,

জেলা প্রশাসকের কার্যালয়, কুষ্টিয়া।

-নম্বর-০১৭৩০৪৭৩৬৪৮

রুম নম্বর-২১২, জেলা কোড-৭০০০

dckushtia.rrsec@.com

১) জেলা প্রশাসক,  কুষ্টিয়া।

    ফোন নম্বর – ০৭১-৬২৩০০

    রুম নম্বর-২০১, জেলা কোড-৭০০০

   Email-dckushtia@mopa.gov.bd

 

২) অতিঃ জেলা প্রশাসক  (রাজস্ব), কুষ্টিয়া

    ফোন নম্বর – ০৭১-৬২৩০০

    রুম নম্বর-২২৮, জেলা কোড-৭০০০

   Email adcrevkushtia@mopa.gov.bd

 

ইউডিসি’র মাধ্যমে অনলাইন পর্চা আবেদন গ্রহণ

০৫ কার্য দিবস

সাদা কাগজে আবেদন করে ইউডিসির মাধ্যমে জমা দিতে হবে।

ইউডিসির নিকট পাওয়া যাবে।

১০০/= টাকা (২০/- টাকার

কোর্ট ফি ও ডাক মাশুলসহ)

কেসনথি সমূহের সহিমহরী নকল সরবরাহ

১৫ কার্যদিবস

ক) সাদা কাগজে

   আবেদন করতে হবে।

খ) ফলিও সংযুক্ত করতে হবে।

আবেদনকারী নিজে আবেদন করবেন।

প্রয়োজনীয় কোর্ট ফি ও ফলিও অনুমোদিত স্ট্যাম্প ভেন্ডারের নিকট পাওয়া যাবে।

 

২০/- টাকার

কোর্ট ফি সম্বলিত আবেদন এবং পাতা প্রতি ৪/- টাকা হারে কোর্ট ফি

প্রদান করতে হবে।

ইনফরমেশন (তথ্য) সরবরাহ

১৫ কার্যদিবস

নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

প্রয়োজনীয় কোর্ট ফি অনুমোদিত স্ট্যাম্প ভেন্ডারের নিকট পাওয়া যাবে।

 

 

২০/- টাকার কোর্ট ফি যুক্ত করতে হবে।

সি.এস/এস.এ/আর.এস জরিপের মৌজা ম্যাপ সরবরাহ

১৫ কার্যদিবস

সাদা কাগজে আবেদন করতে হবে।

আবেদনকারী নিজে আবেদন করবেন।

প্রয়োজনীয় কোর্ট ফি অনুমোদিত স্ট্যাম্প ভেন্ডারের নিকট পাওয়া যাবে।

আবেদনের সাথে ২০/- টাকার কোর্ট ফি সংযুক্ত করতে হবে। রেকর্ডরুমে ম্যাপ প্রাপ্তি সাপেক্ষে

১-৪৬৩৭-০০০১-১২২১ নং কোডে ৫০০/- সরকারি কোষাগারে জমা প্রদান করে চালানের মূলকপি জমা দিলে ম্যাপ সরবরাহ করা হবে।

    সহকারী কমিশনার, রেকর্ডরুম,

জেলা প্রশাসকের কার্যালয়, কুষ্টিয়া।

-নম্বর-০১৭৩০৪৭৩৬৪৮

রুম নম্বর-২১২, জেলা কোড-৭০০০

dckushtia.rrsec@.com

১) জেলা প্রশাসক,  কুষ্টিয়া।

    ফোন নম্বর – ০৭১-৬২৩০০

    রুম নম্বর-২০১, জেলা কোড-৭০০০

   Email-dckushtia@mopa.gov.bd

 

২) অতিঃ জেলা প্রশাসক  (রাজস্ব), কুষ্টিয়া

    ফোন নম্বর – ০৭১-৬২৩০০

    রুম নম্বর-২২৮, জেলা কোড-৭০০০

   Email adcrevkushtia@mopa.gov.bd

 

 


শাখার নামঃরাজস্ব , এলএ
নাগরিক সেবা

0


শাখার নামঃরাজস্ব , রেভিনিউ মুন্সীখানা (আরএম)
নাগরিক সেবা

ক্রমিক নম্বর

সেবার নাম

সেবা প্রদানের পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

নিদিষ্ট সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারের বিধান।

০১

সরকার পক্ষে দেওয়ানি মামলা রুজু ও পরিচালনা।

সরকারি জমাজমি সংক্রান্তে সরকারকে বিবাদী করে/সরকার বাদী হয়ে দেওয়ানি আদালতে দায়েরকৃত মোকদ্দমায় সরকারপক্ষে বিজ্ঞ জিপির (সরকারি কৌঁসুলি) মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতাপূর্বক সরকারি স্বার্থ তথা জনস্বার্থ সংরক্ষণ করা হয়।

বিজ্ঞ দেওয়ানি আদালতের কার্যপ্রণালী/ বিধিবিধান মোতাবেক

যথাসাধ্য চেষ্টার পরও যদি কোন মোকদ্দমায় সরকারের বিপক্ষে রায় হয় তাহলে আপিল/ রিভিশনের ব্যবস্থা করা হয়।

০২

দেওয়ানি মামলার এসএফ তৈরী ও প্রেরণ।

দেওয়ানি আদালত হতে সমন ও আরজি প্রাপ্তির পর এসএফ (তথ্য বিবরণী) চেয়ে সংশ্লিষ্ট সহকারী কমিশনার (ভূমি) বরাবর পত্র প্রেরণ করা হয়। এসএফ প্রাপ্তির পর বিজ্ঞ সরকারি কৌঁসুলির নিকট প্রেরণ করা হয়।

যত দ্রুত সম্ভব।

বিজ্ঞ আদালতে সময়ের আবেদন করতে হয়।

০৩

দেওয়ানি আপিল দায়ের।

কোন দেওয়ানি মোকদ্দমায় সরকারের বিপক্ষে রায় হলে সাথে সাথে রায় ডিক্রির জাবেদা নকল উত্তোলনের ব্যবস্থা গ্রহণ করা হয়। নকল পাওয়া মাত্র বিজ্ঞ জিপির মাধ্যমে আপিল করা হয়।

মূল মোকদ্দমায় রায় ডিক্রির তারিখ হতে ৩০ দিনের মধ্যে; তবে জাবেদা নকল প্রাপ্তি সাপেক্ষে।

তামাদি মওকুফের আবেদন করতে হয়।

০৪

জিপি/এজিপি নিয়োগ পদ্ধতি ও ভাতা প্রদান বিষয়।

বিজ্ঞ জিপি/এজিপিগণের নিয়োগ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর উইং হতে প্রদান করা হয়। জিপি/এজিপিগণের ভাতা   বাজেট  প্রাপ্ত স্বাপেক্ষে আরএম শাখা হতে বিধি মোতাবেক প্রদান করা হয়।

বিজ্ঞ জিপি/ এজিপিগণের আবেদন প্রাপ্তি সাপেক্ষে গ্রহণযোগ্য সময়ের মধ্যে

আবেদন বিধি মোতাবেক পাওয়া গেলে ভাতা প্রদানে ব্যর্থতার অবকাশ নেই।

০৫

অবমূল্যায়িত দলিলের মামলা নিস্পত্তি কার্যক্রম

সাব-রেজিস্ট্রি অফিস হতে পত্র পাওয়ার পর কেস নথি সৃজনপূর্বক দলিলগ্রহীতা বরাবর নোটিশ প্রদান করা হয়। উপযুক্ত শুনানী প্রদান করা হয়। উপযুক্ত শুনানীঅন্তে কাগজ-পত্র দৃষ্টে আদেশ প্রদান করা হয়। দলিল গ্রহীতা ঘাটতি রাজস্ব জমা প্রদান করলে মামলা নিষ্পত্তি হয়। ঘাটতি রাজস্ব প্রদান না করলে রাজস্ব আদায়ের লক্ষ্যে জেনারেল সার্টিফিকেট মামলা রুজুর ব্যবস্থা নেওয়া হয়।

আদালতের সন্তুষ্টি সাপেক্ষে যত তাড়াতাড়ি সম্ভব।

জেনারেল সার্টিফিকেট কেসের মাধ্যমে টাকা আদায় করা হয়ে থাকে।

০৬

বিনিময় সম্পত্তি সংশ্লিষ্ট মামলার কার্যক্রম।

বর্তমানে সরকার কর্তৃক বিনিময় মামলার কার্যক্রম স্থগিত রয়েছে।

   

০৭

বিদেশে সম্পাদিত আম-মোক্তারনামা রি-স্টাম্পিং

আমমোক্তারনামা সম্পাদনের ৯০ কর্ম দিবসের মধ্যে জেলা প্রশাসক বরাবর রি-স্টাম্পিং এর আবেদন করতে হয়। আবেদন প্রাপ্তির পর আম-মোক্তারনামার স্বাক্ষর ও সীলের সঠিকতা যাচাইয়ের জন্য সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবরে এবং আম-মোক্তারনামায় বর্ণিত সম্পত্তিতে সরকারি স্বার্থ যাচাইয়ের জন্য তা সংশ্লিষ্ট সহকারী কমিশনার (ভূমি) বরাবর প্রেরণ করা হয়। প্রতিবেদন প্রাপ্তির পর ৪০০/- টাকা মূল্যমানের বিশেষ আঠালো স্ট্যাম্প দ্বারা রি-স্টাম্পিং করা হয়।

কাগজপত্র সঠিকতা যাচাইয়ের জন্য যুক্তি সংগত সময়।

 

শাখার নামঃরাজস্ব , জেনারেল সার্টিফিকেট
নাগরিক সেবা

ক্র :

নং

সেবার নাম

প্রয়োজনীয় সময় (ঘন্ট/দিন/মাস)

প্রয়োজনীয় কাগজপত্র

প্রয়োজনীয় কাগজপত্র

প্রাপ্তির স্থান

ফি/চার্জ

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

(কর্মকর্তার নাম, পদবি,

বাংলাদেশের কোড, জেলা

উপজেলা কোড সহ টেলিফোন

নম্বর , ই-মেইল

যার কাছে আপিল করা যাবে

(কর্মকর্তার নাম, পদবি,

বাংলাদেশের কোড, জেলা

উপজেলা কোড সহ টেলিফোন

নম্বর , ই-মেইল

 

সরকরি দাবি আদায়

আইন ১৯১৩ সনের

বিধান মোতাবেক

যাবতীয়

সরকারি/আধা-

সরকারি/স্বয়ত্বশাসিত

সংস্থা/প্রতিষ্ঠান

সমুহের অনাদায়ী অর্থ

আদায়।

দেনাদারের বিরুদ্ধে মামলা দায়ের করার

৩০(ত্রিশ) দিনের মধ্যে ৭ ধারা নোটিশের

মাধ্যমে সংশ্লিষ্ট দেনাদারকে দেনা

পরিশোধের জন্য অবহিত করা হয় ।

 

দাবি পরিশোধের আপত্তির ক্ষেত্রে নোটিশ

প্রাপ্তির ৩০(ত্রিশ) দিনের মধ্যে দেনাদার

জেনারেল সার্টিফিকেট অফিসার বরাবর

লিখিত আবেদন উপস্থাপন করতে পারেন।

 

উভয় পক্ষের উপস্থিতিতে আবেদন শুনানীর

ভিত্তিতে দেনাদারকে এককালীন/ কিস্তি

মোতাবেক দেনা পরিশোধের অথবা দেনা

হতে অব্যাহতি দেয়া হয়।

ক) জেনারেল সার্টিফিকেট

অফিসার বরাবর কোর্ট ফি

সংযুক্তিসহ নীল কাগজে

লিখিত আবেদন ।

 

খ) আবেদন বা

রিকুইজিশন জমা

দেওয়ার পর ৫ ধারার

পূরণকৃত ফরম

জেনারেল সার্টিফিকেট শাখা , জেলা প্রশাসকের কার্যালয় , কুষ্টিয়া

আবেদনের

সাথে ২০

(বিশ)

টাকার

কোর্ট ফি

জেনারেল সার্টিফিকেট, কর্মকর্তা

অফিসার, ফোন - +৮৮-০৭২-৬৩২৯০

ই – মেইল gcsectionkushtia@gmail.com

 

 

জেলা প্রশাসক , কুষ্টিয়া

ফোন - ০৭১ -  ৬২৩০০

ই-মেইল :

dckushtia@mopa.

gov.bd

 

 

শাখার নামঃসার্বিক , নেজারত
নাগরিক সেবা

0


শাখার নামঃ
নাগরিক সেবা

0

0


শাখার নামঃসার্বিক
নাগরিক সেবা

0


শাখার নামঃঅতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট , জেএম
নাগরিক সেবা

শাখার নামঃশিক্ষা ও কল্যাণ
নাগরিক সেবা

0


শাখার নামঃসার্বিক , সাধারণ
নাগরিক সেবা

১. ডিলিং লাইসেন্স প্রদান।

২. ইট ভাটার লাইসেন্স প্রদান।

৩. এসিড ব্যাবহারের লাইসেন্স প্রদান।

৪. এসিড ব্যাবহারের লাইসেন্স নবায়ন।

৫. সার্কাস, যাত্রা, মেলা, ইত্যাদির অনুমতি প্রদান।

৬. বৈবাহিক সনদ প্রদান।

৭. হাট, বাজার ইজারা প্রদান।

৮. জুডিসিয়াল, নন-জুডিসিয়াল স্ট্যাম্প বিক্রয়।


শাখার নামঃসার্বিক , ত্রাণ ও পুনর্বাসন
নাগরিক সেবা

সিটিজেন চার্টার

(ত্রাণ ও পুনর্বাসন শাখা)

জেলা প্রশাসকের কার্যালয়, কুষ্টিয়া।

 

০১।       প্রাকৃতিক দুর্যোগ পূর্ববর্তী প্রস্তুতি সংক্রান্ত সতর্কীকরণ বার্তা প্রেরণ, দুর্যোগকালীন উদ্ধারকার্য এবং দুর্যোগপরবর্তী ক্ষয়ক্ষতির প্রতিবেদন সমন্বয়সহ ত্রাণ ও  পুনর্বাসন কার্যক্রম পরিচালনা।

০২।       দুর্যোগ পরবর্তী মানবিক সহায়তা কর্মসূচির আওতায় খয়রাতি সাহায্য জিআর চাল, জিআর নগদ অর্থ, গৃহ নির্মাণ মঞ্জুরীর   অর্থ/ঢেউটিন ও বিভিন্ন ত্রাণ সামগ্রী বরাদ্দ/উপ-বরাদ্দকরণ সংক্রান্ত কার্যাবলী পরিচালনা।

০৩।       প্রাকৃতিক দুর্যোগ পরবর্তী ক্ষতিগ্রস্থ পরিবারভিত্তিক ঘরবাড়ী সংস্কার, রক্ষণাবেক্ষণ, মেরামত, নির্মাণ ও পূন:নির্মাণ সংক্রান্ত কার্যাবলী সমন্বয় করণ।

০৪।       প্রাকৃতিক দুর্যোগ পরবর্তী ক্ষতিগ্রস্থ অবকাঠামো সংস্কার, রক্ষণাবেক্ষণ, নির্মাণ ও পুন: নির্মাণ সংক্রান্ত কার্যাবলী সমন্বয় করণ।

০৫।       দুর্যোগ উত্তর ঝূকিঁহ্রাস কর্মসুচি বাস্তবায়ন সংক্রান্ত কার্যাবলীর প্রতিবেদন সমন্বয়।

০৬।       দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন, দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন প্রকার প্রশিক্ষণ ও নীতিমালা অবহিত করণ কর্মশালা পরিচালনা।

০৭।       ভিজিএফ কর্মসূচি বিষয়ক উপকারভোগীর তালিকার অনুমোদন ও খাদ্যশস্য উপ-বরাদ্দকরণ কার্যাবলী পরিচালনা।

০৮।       "অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান" কর্মসূচি বাস্তবায়ন বিষয়ক কার্যাবলীতে প্রতিবেদন সমন্বয় ও উপজেলা সমূহকে নির্দেশনা প্রদান।

০৯।       গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (গ্রাঅর/টিআর) কর্মসূচির প্রকল্প অনুমোদন অনুমোদিত প্রকল্প ভিত্তিক উপ-বরাদ্দপত্র জারীকরণ কার্যক্রম পরিচালনা।

১০।       গ্রামীণ অবকাঠামো সংস্কার (গ্রাআস/কাবিখা) বিষয়ক কর্মসূচির প্রকল্প অনুমোদন উপ-বরাদ্দপত্র জারীকরণ কার্যক্রম পরিচালনা।

১১।       বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় পুল/সেতু নির্মাণ বিষয়ক কার্যাবলীর পরিবিক্ষণ ও অগ্রগতি সমন্বয় করণ।

১২।       দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্পত্তি রক্ষণাবেক্ষণ ও মোহাজের কলোনী বরাদ্দকরণ কার্যক্রম পরিচালনা।

১৩।       বিভিন্ন ত্রাণ কার্যক্রমের হালনাগাদ প্রতিবেদন সমন্বয়, প্রতিবেদনের চার্ট প্রস্তুত ও জেলা বোর্ডে প্রদর্শণ।

১৪।       উন্নয়ন প্রকল্প সমূহ পরিদর্শন ও পরিবীক্ষণ এবং অগ্রগতির সমন্বয় ও প্রতিবেদন প্রেরণ সংক্রান্ত কার্যাবলী।

১৫।       বিভিন্ন সময়ে সরকার ঘোষিত ত্রাণ ও পুনর্বাসন আদেশ নির্দেশাবলী প্রতিপালন ও বাস্তবায়ন।

১৬।       উপরে বর্ণিত কার্যক্রম সংক্রান্ত বিভিন্ন অভিযোগ তদন্তকরণ ও অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ইত্যাদি।

১৭।       থানা/উপজেলা/পৌরসভা পর্যায়ে আত্মসাৎ সংক্রান্ত এবং মামলা সংক্রান্ত তথ্য সমন্বয়।

১৮।       দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন জেলা/উপজেলা পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীদের সমন্বয় সহ প্রশাসনিক বিষয় সমূহ পরিচালনা।

 

*সেবা প্রাপ্তির জন্য যাহার সাথে যোগাযোগ করবেন*

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা,

জেলা প্রশাসকের কার্যালয়, কুষ্টিয়া।

ফোন # ০৭১-৭৩৭৫৪