Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে কুষ্টিয়া জেলা

সাহিত্য ও সংস্কৃতির রাজধানী হিসেবে পরিচিত কুষ্টিয়া জেলার উত্তর পশ্চিম এবং উত্তরে পদ্মা নদীর অপর তীরে রাজশাহী, নাটোর ও পাবনা জেলা, দক্ষিণে ঝিনাইদহ জেলা, পশ্চিমে মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা এবং ভারতের নদীয়া ও মুর্শিদাবাদ জেলা এবং পূর্বে রাজবাড়ী জেলা অবস্থিত। ভারতের সাথে কুষ্টিয়ার ৪৬.৬৯ কিলোমিটার সীমান্ত এলাকা আছে।বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এই কুষ্টিয়া শিল্প সাহিত্য ও সংস্কৃতিতে বাংলাদেশকে করেছে সমৃদ্ধ। এছাড়াও বিষাদ সিন্ধুুর রচয়িতা মীর মশাররফ হোসেন এবং বাউল সম্রাট লালনের তীর্থভূমি, পুরাতন কুষ্টিয়া হাটশ হরিপুর গ্রামে গীতিকার, সুরকার ও কবি আজিজুর রহমানের বাসত ভিটা ও কবর, এ জনপদে জন্মগ্রহণকারী বিশিষ্ট কবি দাদ আলী, লেখিকা মাহমুদা খাতুন সিদ্দিকা, ‘‘এই পদ্মা এই মেঘনা’’ গানের রচয়িতা আবু জাফর, সাবেক প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান, কুষ্টিয়ার সাহিত্য ও সংস্কৃতির প্রতিষ্ঠাতা কাঙাল হরিণাথ, নীল বিদ্রোহের নেত্রী প্যারী সুন্দরী, স্বদেশী আন্দোলনের নেতা বাঘা যতিন, প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিকী, সঙ্গীত শিল্পী মোঃ আব্দুল জববার, ফরিদা পারভীনসহ অসংখ্য গুণীজনের পীঠস্থান কুষ্টিয়াকে সমৃদ্ধ করেছে।

 

একনজরে কুষ্টিয়া জেলা :

আয়তন

১৬০৮.৮০ বর্গ কি. মি.

নির্বাচনী এলাকা

০৪ টি

মোট ভোটার সংখ্যা

১৪,২৫,৯৯০ জন

পুরুষ

৭,১১,৭৪৭ জন

মহিলা

৭,১৪,২৪৩ জন

উপজেলা 

০৬টি

থানা

০৭ টি

পৌরসভা

০৫টি

ইউনিয়ন

৬৫ টি

গ্রাম

৯৭৯ টি

সিটি কর্পোরেশন

  নাই

মেডিকেল কলেজ

০১ টি

সরকারি মাধ্যমিক বিদ্যালয়

০৩ টি

বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়

২৩৮ টি

নিম্ন মাধ্যমিক বিদ্যালয়

৭২ টি

সরকারি প্রাথমিক বিদ্যালয়

৭৫৮ টি

মাদ্রাসা (দাখিল, আলিম, ফাজিল, কামিল)

 ৭৫ টি

সরকারি কলেজ

৩ টি

বেসরকারি কলেজ

৬০ টি (৪২ টি এমপিও ভুক্ত)

পলিটেকনিক

০১ টি

বিশ্ববিদ্যালয়

০২ টি

মৌজা

৭০১ টি

নদী

১১ টি

২০ একরের উর্দ্ধে

৩৮ টি

অনুর্দ্ধ ২০ একর

৫৪ টি

উন্মুক্ত জলাশয়

০৭ টি

হাটবাজার

৩১০ টি

মোট জমি

৩,৩৪,১৪৮ একর

মোট আবাদি জমি

২,৭৫,৫১৯ একর

ইউনিয়ন ভূমি অফিস

৬৫ টি

পাকা রাস্তা

১৩৯০ কি.মি

কাঁচা রাস্তা

২৪৬২কি.মি

আবাসন

১৩ টি

আশ্রয়ণ প্রকল্প

৭ টি

আদর্শগ্রাম

৭ টি

খেয়াঘাট / নৌকাঘাট

 

দর্শনীয় স্থান

শিলাইদহ কুঠিবাড়ী, ফকির লালন শাহের মাজার, মীর মশাররফ হোসেনের বাসত ভিটা ইত্যাদি।

জনসংখ্যার ঘনত্ব

১২১০/বর্গ.কি.মি.

স্বাস্থ্য

 

জেনারেল হাসপাতাল

১ টি (২৫০ শয্যাবিশিষ্ট)

উপজেলা হেলথ কমপ্লেক্স

৫ টি

স্কুল হেলথ সেন্টার

১ টি

জেল হাসপাতাল

১টি (২৭ শয্যা বিশিষ্ট) ।

কৃষি

 

মোট ফসলী জমির পরিমাণ

২,৭৫,৫১৯ একর

মোট কৃষক পরিবারের সংখ্যা

২,৪৪,৩৮০ টি

প্রধান ফসল

ধান, আখ, তামাক, পাট, গম, ভূট্টা, সরিষা, ডাল

দুর্যোগ প্রবন এলাকা কিনা

না


সাধারণ তথ্যাবলীঃ

০১

মসজিদ   

১৭১০ টি

০২

মন্দির  

২০০  টি

০৩

গির্জা

:  ০২ টি

০৪

ঈদগাহ  

১১৭৩ টি

০৫

কওমি মাদ্রাসা  

৪০ টি

০৬

রাইস মিল

১৩৪৩ টি

০৭

নার্সারী

১৪৬টি

০৮

হর্টিকালচার

০২ টি

০৯

তাঁতের সংখ্যা

২১৬৮৮টি

১০

গ্রোথ সেন্টারের সংখ্যা

২৬ টি