Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
জুডিসিয়াল মুন্সিখানা শাখা
বিস্তারিত

জেলা প্রশাসকের কার্যালয়,কুষ্টিয়ার আইন-শৃংখলা সংক্রান্ত বিষয়ে জুডিশিয়াল মুন্সিখানা (জে,এম) শাখা কার্যক্রম পরিচালনা করছে।

এটি প্রশাসনিক ভবনের তিনতলায়  দক্ষিণদিকে ৩০৪ নং কক্ষে অবস্থিত। 


কার্যক্রম
  • জেলার সার্বিক আইন-শৃংখলা রক্ষার কার্যক্রম সংক্রান্ত।
  • ভ্রাম্যমান আদালত/উচ্ছেদ করণ/বিভিন্ন পরীক্ষা/বিভিন্ন নির্বাচন সংক্রান্তে কাজে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ সংক্রান্ত।
  • আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান/বাতিল/প্রত্যাহার এবং নবায়ন সংক্রান্ত কার্যক্রম ।
  • বিভিন্ন আইনে মোবাইল কোর্ট পরিচালনা সংক্রান্ত কার্যক্রম।
  • বিজ্ঞ সরকারী আইন কর্মকর্তা (বিজ্ঞ জিপি/পিপি) নিয়োগ/প্রত্যাহার এবং বিল প্রদান সংক্রান্ত কার্যক্রম।
  • জেলা কারাগারে কয়েদী/হাজতীর সাথে সাক্ষাৎ অনুমতি, পরীক্ষায় অংশ গ্রহণ ও অন্যান্য সকল কাজ।
  • বিভিন্ন মাসিক সভার কার্যক্রম (আইন-শৃংখলা সভা, চাঞ্চল্যকর ও লোমহর্ষক মামলা মনিটরিং সভা,  চোরাচালান নিরোধ কমিটির সভা, চোরাচালান অনিষ্পন্ন মামলা মনিটরিং সভা, জেলা কারাগারের বিভিন্ন সভাসহ বিভিন্ন পরিস্থিতিতে সভা)
  • মোবাইল কোর্ট পরিচালনা সংক্রান্ত পাক্ষিক প্রতিবেদন সংক্রান্ত কার্যক্রম।
  • আইন-শৃংখলা পরিস্থিতির উপর সাপ্তাহিক প্রতিবেদন সংক্রান্ত কার্যক্রম।
  • চোরাচালান নিরোধ/টাস্কফোর্স অভিযান সংক্রান্ত কার্যক্রম।
  • ফিলিং স্টেশন/সিএনজি রিফুয়েলিং স্টেশন স্থাপনে এবং ডিজেল/পেট্রোলবিক্রয়ের লাইসেন্স প্রদানের এনওসি সংক্রান্ত।

যোগাযোগ
ফোনঃ 02477782305 মোবাইল নং 01716021155 ই-মেইল আইডি sifatun.nahar.mist06@gmail.com
ছবি
www.kushtia.gov.bd/dcoffice_section/f5594a19_1c4f_11e7_8f57_286ed488c766/efcda7cfa697e315570498dd3469e301.jpg
ভারপ্রাপ্ত কর্মকর্তা