২২/০৮/১৯৪৮ সালে কুষ্টিয়া জেলার মাননীয় জেলা প্রশাসক ও পদাধিকার বলে সভাপতি, জেলা ক্রীড়া সংস্থা, কুষ্টিয়া জনাব ওম বরকতউল্লা, ই, পি, সি এস স্হাপন করেন । ১৯৭৯ সালে কুষ্টিয়া জেলা স্টেডিয়ামের অবকাঠামো উদ্ভোদন করেন জনাব আব্দুল মান্নান ভূইয়া, মাননীয় জেলা প্রশাসক ও সভাপতি জেলা ক্রীড়া সংস্থা, কুষ্টিয়া। পরবর্তিতে ১৯৯৪ সালে জিমন্যাশিয়াম ভবন উদ্বোধন করেন আলহাজ্ব জনাব আব্দুল খালেক চন্টু মাননীয় এম পি কুষ্টিয়া সদর আসন ও স্থায়ী সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
জেলা ক্রীড়া সংস্থা সকল প্রকার খেলাধুলার আয়োজন সহ প্রশিক্ষনের ব্যবস্থা করে থাকে। এছাড়া বিভিন্ন ফেডারেশনের সহযোগিতায় অর্পিত খেলাধুলারও আয়োজন করে থাকে।
উল্লেখ্য যে ২০০৭ সালে প্রতিজেলায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনর তত্বাবধানে (ডি.এফ.এ) জেলা ফুটবল এসোসিয়েশন গঠিত হয়। শধুমাত্র ফুটবল খেলার দায়িত্ব পালনই ডি, এফ, এ’র দায়িত্ব।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস