Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সংস্থাপন শাখা
বিস্তারিত

সংস্থাপন শাখা, জেলা প্রশাসকের কার্যালয়, কুষ্টিয়া এর একটি গুরুত্বপূর্ণ শাখা । শাখাটি জেলা প্রশাসকের কার্যালয়, কুষ্টিয়ার ২য় তলায় অবস্থিত । এ শাখায় জেলা প্রশাসনের অধীন ১ম, ২য় ও ৩য় শ্রেণির কর্মকর্তা/কর্মচারীদের যাবতীয় কার্যক্রম সম্পাদন করা হয় ।  সংস্থাপন শাখার কক্ষ নম্বর - ২০৭।


নাগরিক সেবা

0


চলতি প্রকল্পসমূহ

0


কার্যক্রম
  • জেলা প্রশাসনের অধীন সকল কর্মকর্তা এবং সাধারণ প্রশাসনের ৩য় শ্রেণির সকল কর্মচারীদের সংস্থাপন সংক্রান্ত
  • জেলা প্রশাসনের অধীন সকল  কর্মকর্তা/সাধারণ প্রশাসনের কর্মচারীদের মাসিক বেতন বিল, টি,এ বিল প্রস্তুত করণ।
  • জেলা প্রশাসনের অধীন সকল কর্মকর্তা ও সাধারণ প্রশাসনের ৩য় শ্রেণির কর্মচারীদের অর্জিত ছুটি, বহিঃবাংলাদেশ অর্জিত ছুটি, শ্রান্তি বিনোদন ছুটি, মাতৃত্বজণিত ছুটি।
  • জেলা প্রশাসনের অধীন সকল কর্মকর্তা ওসাধারণ প্রশাসনের  ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত বছরে ৬০ ঘন্টা প্রশিক্ষণসহ যাবতীয় প্রশিক্ষণ সংক্রান্ত কার্যক্রম ।
  • জেলা প্রশাসনের অধীন সাধারণ প্রশাসনের ৩য় শ্রেণির কর্মচারীদের চাকরিতে নিয়োগ সংক্রান্ত।
  • জেলা প্রশাসনের অধীন সাধারণ প্রশাসনের ৩য় শ্রেণির কর্মচারীদের বদলি সংক্রান্ত ।
  • জেলা প্রশাসনের অধীন কর্মকর্তাদের মধ্যে কর্মবন্ঠন ।
  • জেলা প্রশাসনের অধীন কর্মকর্তা/সাধারণ প্রশাসনের  ৩য় শ্রেণির কর্মচারীদের পিআরএল  ও লাম্পগ্রান্ট মঞ্জুর এবং পেনশন ও পারিবারিক পেনশন মঞ্জুর সংক্রান্ত ।
  • জেলা প্রশাসনের অধীন সাধারণ প্রশাসনের অবসরপ্রাপ্ত ও মৃত কর্মচারীদের কল্যাণ তহবিল ও যৌথবীমার আবেদন প্রেরণ।

 

  • জেলা প্রশাসনের অধীন সাধারণ প্রশাসনের অবসরপ্রাপ্ত ও মৃত কর্মচারীদের কল্যাণ তহবিল ও যৌথবীমার আবেদন প্রেরণ।

 

  • জেলা প্রশাসনের অধীন সাধারণ প্রশাসনের ৩য় শ্রেণির কর্মচারীদের বার্ষিক গোপনীয় অনুবেদন সংরক্ষণ।
  • জেলা প্রশাসনের অধীন সাধারণ প্রশাসনের ৩য় শ্রেণির কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম সংক্রান্ত।
  • জেলা প্রশাসনের অধীন কর্মকর্তা/ সাধারণ প্রশাসনের সকল  শ্রেণির কর্মচারীদের বাজেট প্রস্তুত করণ।
  • জেলা প্রশাসনের অধীন কর্মকর্তা/সাধারণ প্রশাসনের  ৩য় শ্রেণির কর্মচারীদের অডিট আপত্তি নিষ্পত্তিকরণ সংক্রান্ত ।
  • জেলা প্রশাসনের অধীন কর্মকর্তাদের মাসিক ও ত্রৈমাসিক প্রতিবেদন প্রেরণ।
  • ননট্যাক্স রেভিনিউ আদায় সংক্রান্ত মাসিক / ত্রৈমাসিক প্রতিবেদন।
  • স্টাফ রিভিউ  মিটিং সংক্রান্ত
  • কর্মচারীদের কর্মকর্তা/কর্মচারীদের গৃহ নির্মাণ, গৃহ মেরামত, মোটর সাইকেল ও কম্পিউটার  ঋণ অগ্রিম মঞ্জুর সংক্রান্ত
  • কর্মকর্তা/ ৩য় শ্রেণির কর্মচারীদের সাধারণ ভবিষ্য তহবিল হতে অগ্রিম উত্তোলন, ভবিষ্য তহবিল হতে চূড়ান্ত উত্তোলন সংক্রান্ত কার্যক্রম
  • শিক্ষানবিশ কর্মকর্তাদের কর্মকালীন প্রশিক্ষণ সংক্রান্ত কার্যক্রম ।

যোগাযোগ
সংস্থাপন শাখার ই-মেইল নম্বর- dckushtia.estsec@gmail.com সংস্থাপন শাখার প্রশাসনিক কর্মকর্তার টেলিফোন নম্বর-০৭১-৬২৩১৪
ছবি
www.kushtia.gov.bd/dcoffice_section/6d1d9e05_1c50_11e7_8f57_286ed488c766/4a4b0bd85ca135a2481913e24edfb2ba.jpg
সভা
ভারপ্রাপ্ত কর্মকর্তা