ট্রেজারি ও স্ট্যাম্প শাখা, জেলা প্রশাসকের কার্যালয়, কুষ্টিয়া।
সরকার কর্তৃক লাইসেন্সধারী ভেন্ডারগণ ট্রেজারি চালানের মাধ্যমে সংশ্লিষ্ট খাতে প্রয়োজনীয় অর্থ জমা প্রদান পূর্বক নন-জুডিসিয়াল স্ট্যাম্প ও কোর্ট ফি এ শাখা হতে সরবরাহ গ্রহণ করে। সাধারণ মানুষ ভেন্ডারদের নিকট হতে উক্ত স্ট্যাম্প ও কোট ফি সংগ্রহ করে তাৎক্ষনিক ভাবে নাগরিক সেবা ভোগ করে থাকেন।
0
ট্রেজারি ও স্ট্যাম্প শাখা মূলত: একটি সরকারি কোষাগার। সরকারি মূল্যবান সম্পদ, ট্রেজারি স্ট্যাম্প,কোর্ট ফি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন প্রশ্নপত্র সীলগালাকৃত অবস্থায় এ শাখায় অত্যান্ত সুচারুরুপে সংরক্ষণ করা হয় এবং সার্বক্ষণিক পুলিশ প্রহরার মাধ্যমে উক্ত সম্পদসমূহের নিরাপত্তা নিশ্চিত করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস