আগামী ১৯-২১ জানুয়ারি ২০১৭ কুষ্টিয়া কালেক্টরেট চত্ত্বরে অঅনুষ্ঠিতব্য কুষ্টিয়া জেলা ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৭তে জেলা প্রশাসনের উদ্যোগে রুরাল সিটিজেন জার্নালিস্ট ফোরাম এর একটি স্টল প্রদান করা হবে। উক্ত স্টলে রুরাল সিটিজেন জার্নালিস্টদের প্রদত্ত পোস্টের ভিত্তিতে জেলা প্রশাসন কুষ্টিয়ারর গৃহিত বিভিন্ন তাৎক্ষণিক ব্যবস্থা সংক্রান্ত কার্যক্রম প্রদর্শনের পাশাপাশি মেলায় আগত দর্শনার্থীদের নিজস্ব এলাকার বিভিন্ন অভিযোগ, সমস্যার বিষয়েও লিখিত বা মৌখিক তথ্যাদির ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া জেলা প্রশাসন কর্তৃক নির্মিত তাৎক্ষণিক সেবা প্রদান সংক্রান্ত এপস 'উত্তরণ' ডাউনলোডের ব্যবস্থাও রয়েছে। যে সকল রুরাল সিটিজেন জার্নালিস্ট এ স্টলে কাজ করতে আগ্রহী তাদের কমেন্ট বক্সে নাম ও মোবাইল নম্বর প্রদানের জন্য অনুরোধ করা হল। উল্লেখ্য ইতিপূর্বে যে সকল রুরাল সিটিজেন জার্নালিস্ট এ ফোরামে অন্তর্ভুক্ত হয়েছেন তারা অগ্রাধিকার পাবেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস