জেলা প্রশাসকের কার্যালয়, কুষ্টিয়া কর্তৃক ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকগণের এওয়ার্ড প্রদানের তথ্যাবলী সংবলিত একটি তালিকা এখানে দেয়া হল।
এই তালিকা প্রস্তুত করা হয়েছে শুনানী গ্রহণের তারিখের ভিত্তিতে কারন অনেকেই আবেদন করবার পর শুনানীর জন্য উপস্থিত হন না। যে কারনে সে সকল আবেদনের বিষয়ে কার্যক্রম গ্রহণ করা সম্ভব হয় না।
৩০/১২/২০১৪ তারিখ পর্যন্ত যে সকল গ্রাহকের আবেদনের প্রেক্ষিতে সার্ভেয়িং এর কার্যক্রম নেয়া যাবে সে সকল গ্রাহকের আবেদন অনুমোদন এবং চেক প্রদানের সম্ভাব্য তারিখ এই তালিকাতে দেয়া হয়েছে।
যোগাযোগঃ নিম্নলিখিত বিষয়সমূহে অসংগতি পরিলক্ষিত হলে বা এওয়ার্ড প্রদান সংক্রান্ত যে কোন বিষয়ে জানতে ভূমি অধিগ্রহণ কর্মকর্তার সাথে এই ফোন নং এ যোগাযোগ করুনঃ
টেলিফোনঃ ০৭১-৬২৩১৫
১।তালিকাতে টাইপজনিত কোন ভুল পরিলক্ষিত হলে
২।সার্ভেয়ার সুনির্দিষ্ট দিনে তদন্তে না গেলে
৩। চেক প্রদানের তারিখে চেক প্রদান না করলে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস