সুধী
মহান স্বাধীনতা সংগ্রামের সূতিকাগার, সাংস্কৃতিক রাজধানী এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বাউল সম্রাট ফকির লালন সাঁই, অমর কথাসাহিত্যিক মীর মশাররফ হোসেন, জাস্টিস রাধা বিনোদ পাল, সাংবাদিকতার পথিকৃৎ কাঙাল হরিনাথসহ অসংখ্য মনিষীর চারণভূমি কুষ্টিয়া জেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আজ উদ্যমে অদম্য, উন্নয়ন-অগ্রযাত্রায় বিশ্বের বিস্ময়। সহস্রাব্দ উন্নয়ন অভীষ্ট (MDG) অর্জনে বাংলাদেশ নিজেকে নিতে পেরেছে অনন্য উচ্চতায়। এরই ধারাবাহিকতায় ভিশন-২০২১ অনুযায়ী ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ, ২০২৬ সালের মধ্যে স্বল্পোন্নত দেশ হতে উত্তরণ, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন অভীষ্ট (SDG) বাস্তবায়নের মাধ্যমে বিশ্বে একটি মর্যাদাবান, দায়িত্বশীল ও উন্নত রাষ্ট্র নির্মাণে বাংলাদেশ সম্পূর্ণরূপে প্রস্তুত। একইসাথে ২০৪১ সালে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, উন্নত ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় ভিশন-২০৪১ ও ২১০০ সালে পানি সম্পদ, ভূমি, কৃষি, জনস্বাস্থ্য, পরিবেশ, প্রতিবেশ, খাদ্য নিরাপত্তা, টেকসই ও বৈষম্যহীন অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ভূ-প্রতিবেশ খাতকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে তৈরি ব-দ্বীপ পরিকল্পনা-২১০০ (Delta Plan) বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর।
রাষ্ট্রের সকল উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন ও সমন্বয় সাধন হয় মাঠ প্রশাসনের মাধ্যমে। মাঠপ্রশাসনের গুরুত্বপূর্ণ প্রশাসনিক প্রতিষ্ঠান হলো জেলা প্রশাসন এবং এটি জেলা পর্যায়ে সরকারের সকল নির্বাহী কাজ সম্পাদন ও সমন্বয় সাধনের কেন্দ্রবিন্দু। দেশের সাধারণ জনগণের আকাঙ্খাকে ধারণ ও পূরণে জেলা প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজস্ব প্রশাসন ও ব্যবস্থাপনা, জেলা ম্যাজিস্ট্রেসি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসি, জনশৃঙ্খলা ও জননিরাপত্তা, আইনশৃঙ্খলা, জেলখানা, আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ, ট্রেজারি ও স্ট্যাম্প, স্থানীয় সরকার, শিক্ষা, পাবলিক পরীক্ষা, স্বাস্থ্য সেবা, জাতীয় ও স্থানীয় নির্বাচন, দুর্যোগ ব্যবস্থাপনা, ভূমি অধিগ্রহণ ও হুকুম দখল ইত্যাদি জনগুরুত্বপূর্ণ কাজগুলো জেলা প্রশাসনের মাধ্যমে সম্পাদিত হয়ে থাকে। সকল কার্যক্রমের সমন্বয় সাধনের সুবিধার্থে একটি সমৃদ্ধশালী তথ্য ভান্ডার এবং যোগাযোগের সহজ মাধ্যম হচ্ছে কুষ্টিয়া জেলা ওয়েবপোর্টাল।
বর্তমান সরকারের যুগান্তকারী ভূমিকা গ্রহণের ফলে অধিকাংশ সেবাই ডিজিটাল পদ্ধতিতে অনলাইনের মাধ্যমে সাধারণ জনগণের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। এই ওয়েবসাইটের মাধ্যমে সাধারণ জনগণ জেলা প্রশাসনের কার্যাবলি সম্পর্কে অবহিত হওয়ার পাশাপাশি জেলার সকল তথ্য, অনলাইন পদ্ধতিতে বিভিন্ন সেবার আবেদন পদ্ধতি, ই-সার্ভিস গ্রহণ, জেলার পর্যটন কেন্দ্র, জেলার ঐতিহাসিক স্থান ও ব্যক্তি, অন্যান্য প্রতিষ্ঠান সম্পর্কিত তথ্য জানতে পারবেন। ওয়েবসাইট থেকে জেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারীর যোগাযোগ নম্বর, ই-মেইল সংগ্রহ করে কাঙ্ক্ষিত সেবা গ্রহণের পাশাপাশি যে কোন অভিযোগ, পরামর্শ জানাতে পারবেন, যা জেলা প্রশাসনের সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিভিন্ন সরকারি সেবা প্রাপ্তিতে বিদ্যমান হটলাইন নম্বরসমূহ এই ওয়েব পোর্টাল থেকে জানা যাবে। এছাড়াও, তথ্য অধিকার আইন, ২০০৯ বাস্তবায়নের লক্ষ্যে পোর্টালে স্বপ্রণোদিত তথ্য প্রকাশ করা হয়। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি, শুদ্ধাচার কৌশল, অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা, সিটিজেন চার্টার জেলা প্রশাসনের ওয়েব পোর্টালে প্রকাশ করা হয়, যার মাধ্যমে সাধারণ জনগণ উপকৃত হবেন। আমি আশা করি, এই ওয়েব পোর্টালটি জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করতে যেমন তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে, তেমনি তাদের সেবাপ্রাপ্তি হবে সহজতর ও স্বল্প ব্যয়সাপেক্ষ।
সরকারের গৃহীত সিদ্ধান্তগুলো বিধি-বিধানের আলোকে যথাযথভাবে বাস্তবায়ন করা আমাদের প্রধান কাজ। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ নির্মাণ করার অংশ হিসেবে স্মার্ট কুষ্টিয়া বিনির্মাণে বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজ, সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি দপ্তর/সংস্থা/প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন সবাইকে সাথে নিয়ে আমরা কুষ্টিয়া জেলার সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নসহ শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা ইত্যাদি বিষয়ে অর্থবহ ভূমিকা রাখতে অঙ্গীকারবদ্ধ। আমাদের এই আন্তরিক প্রচেষ্টায় জেলা প্রশাসন, কুষ্টিয়া সকলের সহযোগিতা প্রত্যাশা করে।
জেলা প্রশাসক
কুষ্টিয়া
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস