Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

১. জেলা পরিষদ কর্তৃক বাস্তবায়নাধীন বিভিন্ন চলমান প্রকল্প রাস্তাঘাট, ব্রীজ, পুল-কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান, ডাকবাংলো, জেলা পরিষদের আয়বর্দ্ধক প্রকল্প, অফিস ভবন নির্মাণ, মেরামত/সংস্কার করণ ইত্যাদি।

 

২. দারিদ্র নিরসন, নারী উন্নয়ন, আত্ম কর্মসংস্থান,জীবন মান উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কার্যক্রম/প্রকল্প গ্রহণ, শিশু ও বৃদ্ধদের জন্য প্রকল্প গ্রহণ, বেকার যুবক/যুব মহিলাদের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ,বৈদ্যুতিক ট্রেড কোর্স, দক্ষতা উন্নয়ন সংক্রান্ত সংক্রান্ত প্রশিক্ষণ, মৎস,কৃষি ও খাদ্য সংক্রান্ত প্রশিক্ষণ কার্যক্রম/প্রকল্প গ্রহণ।

 

৩.ক্রীড়া,সংস্কৃতি, স্কাউটিং, পেশাজীবী কল্যাণ সমিতি, অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা কল্যাণ সমিতি, জাতীয় কর্মসূচী/ ধর্মীয় ও সামাজিক কল্যাণমূলক খাতে অনুদান।

৪.১লা বৈশাখ, রবীন্দ্র ও নজরুল জয়ন্তী, বই মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পালাগান, বাউল গান ইত্যাদি অনুষ্ঠানের জন্য অনুদান।

 

৫.গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের এককালীন বৃত্তি প্রদান।

৬.তথ্য ও প্রযুক্তি ব্যবহার (ওয়েব সাইট ডেভেলপমেন্ট, ইন্টারনেট ব্রাউজিং,কম্পিউটার রক্ষণাবেক্ষণ, LANসংযোজন, ডাটা বেজ তৈরী ইত্যাদি।

 

৭.ভাষা শহীদ ও বীর শ্রেষ্ঠ গ্রন্থগার ও জাদুঘর সংরক্ষণ প্রকল্প গ্রহণ (সংশ্লিষ্ট জেলা পরিষদের ক্ষেত্রে প্রযোজ্য)।

৮.দূর্যোগ ও ত্রাণ সহযোগীতা করণ।

৯.জেলা ও উপজেলায় জেলা পরিষদের ডাকবাংলো সমূহের মাধ্যমে আবাসিক সহায়তা প্রদান।

১০.অসচ্ছল মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গকে সাহায্য প্রদান।

১১.প্রতিবন্ধি ও অসহায় দুঃস্থদের সাহায্য প্রদান।

১২.জেলা পরিষদের রাস্তার পার্শ্বের জায়গা ইজারা প্রদান।

১৩.জেলা পরিষদের মালিকানাধীন খেয়াঘাট ইজারা প্রদান।

১৪.কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ ও কম্পিউটার বিতরণ করণ।