এশিয়ান ডেভেলপমেন ব্যাংক (এডিবি) এর অর্থায়নে বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায় চালু হলো বাংলাদেশ ভারত ইলেকট্রক্যাল গ্রিড ইন্টারকানেকশন প্রকল্প। এর ফলে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। প্রাথমিকভাবে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালন ক্ষমতার স্টেশন স্থাপনের কথা ছিল। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) আরো ৫০০ মেগাওয়াট সঞ্চালন করার ক্ষমতা বাড়ানোর পরিকল্পনা করেছে। ২০১০ সালের প্রথমদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরের সময় ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেনার চুক্তি হয়। পরে আরো ২৫০ মেগাওয়াট সে দেশের বেসরকারি উদ্যোক্তাদের কাছ থেকে নেয়ার চুক্তি হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস