0
দ্বিতীয়লোকালগভর্ন্যান্সসাপোর্টপ্রজেক্ট(এলজিএসপি-২)
ইউনিয়ন পরিষদ বাংলাদেশে তৃণমূল পর্যায়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠান। জনসাধারণের দোর গোড়ায় সেবা পৌছে দেয়ার লক্ষ্যে সরকার ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করার জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দ্বিতীয় লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট(এলজিএসপি-২)।এ প্রকল্পের মাধ্যমে ইউনিয়ন পরিষদকে সরাসরি বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পের মেয়াদকাল জুলাই ২০১১ থেকে জুন ২০১৬ পর্যন্ত।এ প্রকল্পের আওতায় স্থানীয় জনগণ সরাসরি অংশ গ্রহণের মাধ্যমে তাদের অগ্রাধিকার অনুযায়ী উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করছে। এলজিএসপি-২ বাস্তবায়নের ইউনিয়ন পরিষদ সমূহের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি পেয়েছে এবং জনগণের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত হয়েছে।
কুষ্টিয়া জেলার ০৬ টি উপজেলার ৬৭টি ইউনিয়ন পরিষদে এলজিএসপি-২ প্রকল্পের অর্থায়নে ২০১১-১২ অর্থবছর থেকে প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।এলজিএসপি-২প্রকল্প থেকে ২০১১-১২অর্থবছর থেকে ২০১৪-১৫অর্থবছর পর্যন্ত কুষ্টিয়া জেলার প্রাপ্ত বরাদ্দে পরিমান ৩৯২৯৫১০৭৪ টাকা। এ জেলায় LGSP-2 এর আওতায় যোগাযোগ, পানি সরবরাহ, স্বাস্থ্য, পয়ঃনিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা, শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা ও কৃষি এবং বাজার সম্পর্কিত মোট ৩৩৫১ টি প্রকল্প গ্রহণ করা হয়েছে।
নিম্নে অর্থবছর অনুযায়ি প্রাপ্ত বরাদ্দের পরিমান উল্লেখ করা হল:
ক্রম |
উপজেলা |
ইউনিয়ন সংখ্যা |
অর্থবছরওটাকারপরিমান |
||||
|
|
|
২০১১-১২ |
২০১২-১৩ |
২০১৩-১৪ |
২০১৪-১৫ |
মোট(টাকা) |
১ |
কুষ্টিয়াসদর |
১৪ |
১৫৫৬৮১৩০ |
১৯৭০০১১৮ |
২৩৪৪৫৮৮৮ |
২৭৩৪৭০৮৩ |
৮৬০৬১২১৯ |
২ |
কুমারখালী |
১১ |
১২৬৮০১১৩ |
১৬২৭৮৯৭৪ |
১৭৫২০৮৯২ |
২১১৬৫০৬৮ |
৬৭৬৪৫০৪৭ |
৩ |
মিরপুর |
১৩ |
১৩২৩০৬৫২ |
১৬০০৪৩৬৬ |
১৮৬২৪০৮৪ |
২২২৪৬৩৬৯ |
৭০১০৫৪৭১ |
৪ |
ভেরামারা |
০৬ |
৬৯৯০৩৬৫ |
৯৭১৬৩০৫ |
১০৪৭০৪৩৫ |
১১৭৯৫১৭৮ |
৩৮৯৭২২৮৩ |
৫ |
দৌলতপুর |
১৪ |
১৯৩২৫০২৫ |
২২৩৬৭৩৮৬ |
২৫৫১২০১২৫ |
৩৬০৬৯৭১৯৫ |
৯৭৯০১৬৩১ |
৬ |
খোকসা |
০৯ |
৫৯৮০৩৮৩ |
৭৮৭২২৫২ |
৮২৯৪২০৭ |
১০১১৮৫৮১ |
৩২২৬৫৪২৩ |
মোট |
৬৭ |
৭৩৭৭৪৬৬৮ |
৯১৯৩৯৪০১ |
১০৩৮৬৭৫৩১ |
১২৩৩৬৯৪৭৪ |
৩৯২৯৫১০৭৪ |
|
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS