সিটিজেন চার্টার
(ত্রাণ ও পুনর্বাসন শাখা)
জেলা প্রশাসকের কার্যালয়, কুষ্টিয়া।
০১। প্রাকৃতিক দুর্যোগ পূর্ববর্তী প্রস্তুতি সংক্রান্ত সতর্কীকরণ বার্তা প্রেরণ, দুর্যোগকালীন উদ্ধারকার্য এবং দুর্যোগপরবর্তী ক্ষয়ক্ষতির প্রতিবেদন সমন্বয়সহ ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা।
০২। দুর্যোগ পরবর্তী মানবিক সহায়তা কর্মসূচির আওতায় খয়রাতি সাহায্য জিআর চাল, জিআর নগদ অর্থ, গৃহ নির্মাণ মঞ্জুরীর অর্থ/ঢেউটিন ও বিভিন্ন ত্রাণ সামগ্রী বরাদ্দ/উপ-বরাদ্দকরণ সংক্রান্ত কার্যাবলী পরিচালনা।
০৩। প্রাকৃতিক দুর্যোগ পরবর্তী ক্ষতিগ্রস্থ পরিবারভিত্তিক ঘরবাড়ী সংস্কার, রক্ষণাবেক্ষণ, মেরামত, নির্মাণ ও পূন:নির্মাণ সংক্রান্ত কার্যাবলী সমন্বয় করণ।
০৪। প্রাকৃতিক দুর্যোগ পরবর্তী ক্ষতিগ্রস্থ অবকাঠামো সংস্কার, রক্ষণাবেক্ষণ, নির্মাণ ও পুন: নির্মাণ সংক্রান্ত কার্যাবলী সমন্বয় করণ।
০৫। দুর্যোগ উত্তর ঝূকিঁহ্রাস কর্মসুচি বাস্তবায়ন সংক্রান্ত কার্যাবলীর প্রতিবেদন সমন্বয়।
০৬। দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন, দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন প্রকার প্রশিক্ষণ ও নীতিমালা অবহিত করণ কর্মশালা পরিচালনা।
০৭। ভিজিএফ কর্মসূচি বিষয়ক উপকারভোগীর তালিকার অনুমোদন ও খাদ্যশস্য উপ-বরাদ্দকরণ কার্যাবলী পরিচালনা।
০৮। "অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান" কর্মসূচি বাস্তবায়ন বিষয়ক কার্যাবলীতে প্রতিবেদন সমন্বয় ও উপজেলা সমূহকে নির্দেশনা প্রদান।
০৯। গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (গ্রাঅর/টিআর) কর্মসূচির প্রকল্প অনুমোদন অনুমোদিত প্রকল্প ভিত্তিক উপ-বরাদ্দপত্র জারীকরণ কার্যক্রম পরিচালনা।
১০। গ্রামীণ অবকাঠামো সংস্কার (গ্রাআস/কাবিখা) বিষয়ক কর্মসূচির প্রকল্প অনুমোদন উপ-বরাদ্দপত্র জারীকরণ কার্যক্রম পরিচালনা।
১১। বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় পুল/সেতু নির্মাণ বিষয়ক কার্যাবলীর পরিবিক্ষণ ও অগ্রগতি সমন্বয় করণ।
১২। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্পত্তি রক্ষণাবেক্ষণ ও মোহাজের কলোনী বরাদ্দকরণ কার্যক্রম পরিচালনা।
১৩। বিভিন্ন ত্রাণ কার্যক্রমের হালনাগাদ প্রতিবেদন সমন্বয়, প্রতিবেদনের চার্ট প্রস্তুত ও জেলা বোর্ডে প্রদর্শণ।
১৪। উন্নয়ন প্রকল্প সমূহ পরিদর্শন ও পরিবীক্ষণ এবং অগ্রগতির সমন্বয় ও প্রতিবেদন প্রেরণ সংক্রান্ত কার্যাবলী।
১৫। বিভিন্ন সময়ে সরকার ঘোষিত ত্রাণ ও পুনর্বাসন আদেশ নির্দেশাবলী প্রতিপালন ও বাস্তবায়ন।
১৬। উপরে বর্ণিত কার্যক্রম সংক্রান্ত বিভিন্ন অভিযোগ তদন্তকরণ ও অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ইত্যাদি।
১৭। থানা/উপজেলা/পৌরসভা পর্যায়ে আত্মসাৎ সংক্রান্ত এবং মামলা সংক্রান্ত তথ্য সমন্বয়।
১৮। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন জেলা/উপজেলা পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীদের সমন্বয় সহ প্রশাসনিক বিষয় সমূহ পরিচালনা।
*সেবা প্রাপ্তির জন্য যাহার সাথে যোগাযোগ করবেন*
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা,
জেলা প্রশাসকের কার্যালয়, কুষ্টিয়া।
ফোন # ০৭১-৭৩৭৫৪
প্রাকৃতিক দুর্যোগ সংক্রান্ত, গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ/ গ্রামীন অবকাঠামো সংস্কার কর্মসূচী, অতি দরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচী, খয়রাতী ও গৃহ মেরামত সাহার্য্য, জলবায়ু ট্রাষ্ট, কালভার্ট সেতু, বিবিধ/ত্রাণ সামগ্রী বিতরণ, ভিজিএফ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS