General Certificate Section, DC Office, Kushtia
ক্র : নং |
সেবার নাম |
প্রয়োজনীয় সময় (ঘন্ট/দিন/মাস) |
প্রয়োজনীয় কাগজপত্র |
প্রয়োজনীয় কাগজপত্র প্রাপ্তির স্থান |
ফি/চার্জ |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (কর্মকর্তার নাম, পদবি, বাংলাদেশের কোড, জেলা উপজেলা কোড সহ টেলিফোন নম্বর , ই-মেইল |
যার কাছে আপিল করা যাবে (কর্মকর্তার নাম, পদবি, বাংলাদেশের কোড, জেলা উপজেলা কোড সহ টেলিফোন নম্বর , ই-মেইল |
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
৭ |
৮ |
|
সরকরি দাবি আদায় আইন ১৯১৩ সনের বিধান মোতাবেক যাবতীয় সরকারি/আধা- সরকারি/স্বয়ত্বশাসিত সংস্থা/প্রতিষ্ঠান সমুহের অনাদায়ী অর্থ আদায়। |
দেনাদারের বিরুদ্ধে মামলা দায়ের করার ৩০(ত্রিশ) দিনের মধ্যে ৭ ধারা নোটিশের মাধ্যমে সংশ্লিষ্ট দেনাদারকে দেনা পরিশোধের জন্য অবহিত করা হয় ।
দাবি পরিশোধের আপত্তির ক্ষেত্রে নোটিশ প্রাপ্তির ৩০(ত্রিশ) দিনের মধ্যে দেনাদার জেনারেল সার্টিফিকেট অফিসার বরাবর লিখিত আবেদন উপস্থাপন করতে পারেন।
উভয় পক্ষের উপস্থিতিতে আবেদন শুনানীর ভিত্তিতে দেনাদারকে এককালীন/ কিস্তি মোতাবেক দেনা পরিশোধের অথবা দেনা হতে অব্যাহতি দেয়া হয়। |
ক) জেনারেল সার্টিফিকেট অফিসার বরাবর কোর্ট ফি সংযুক্তিসহ নীল কাগজে লিখিত আবেদন ।
খ) আবেদন বা রিকুইজিশন জমা দেওয়ার পর ৫ ধারার পূরণকৃত ফরম |
জেনারেল সার্টিফিকেট শাখা , জেলা প্রশাসকের কার্যালয় , কুষ্টিয়া |
আবেদনের সাথে ২০ (বিশ) টাকার কোর্ট ফি |
(পার্থ প্রতিম শীল ) জেনারেল সার্টিফিকেট অফিসার, ফোন - +৮৮-০৭২-৬৩২৯০ ই – মেইল
|
মো. জহির রায়হান জেলা প্রশাসক , কুষ্টিয়া ফোন - ০৭১ - ৬২৩০০ ই-মেইল : dckushtia@mopa. gov.bd
|
0
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS