সড়ক পথঃ রাজধানী ঢাকা হতে কুষ্টিয়া আসার মাধ্যম সড়ক পথ। সড়ক পথে ঢাকা হতে কুষ্টিয়ার
দুরত্ব ১৬০ কিঃ মিঃ প্রায়।
ট্রেন পথঃ ঢাকা হতে সরাসরি কুষ্টিয়ায় আসার জন্য ট্রেন যোগাযোগ ব্যাবস্থা রয়েছে।
আকাশ পথঃ ঢাকা হতে কুষ্টিয়ায় আসার জন্য সরাসরি বিমান যোগাযোগ নেই। তবে ঢাকা হতে বিমানযোগে যশোর বিমান বন্দরে এসে যশোর হতে সড়ক পথে কুষ্টিয়াতে আসা যায়। যশোর হতে কুষ্টিয়ার দুরত্ব ৯২ কিঃ মিঃ প্রায়।
সড়ক পথে এসি, নন এসি, চেয়ার কোচ, নরমাল কোচে ঢাকা হতে কুষ্টিয়া আসা যায়।এছাড়া লোকাল বাসে ঢাকা হতে পাটুরিয়া ফেরিঘাট এবং ফেরিপার হয়ে সেখান থেকে রাজবাড়ি। রাজবাড়ি হতে কুষ্টিয়াতে আসা যায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস